কর্মক্ষেত্রে ঝুঁকি নিরুপন ও প্রতিকার: ফিনিশিং সেকশন

কর্মক্ষেত্রে ঝুঁকি নিরুপন ও প্রতিকার: ফিনিশিং সেকশন


ঝুঁকির উৎস:      ডাষ্ট

সম্ভাব্য ঝুঁকি:     মাস্ক না পরলে শ্বাস-প্রশ্বাসের সাথে ময়লা ধুলোবালি আপনার ফুসফুসে প্রবেশ করে

                            ভবিষ্যতে নানা ধরনের রোগ যেমন যক্ষা, হাঁপানী ইত্যাদি হতে পারে।

প্রতিকার:            উপযুক্ত মাস্ক ব্যবহার করুন।


 

ঝুঁকির উৎস:     সিজার, কাটার, ভোঁমর, হ্যান্ড ট্যাগ গান

সম্ভাব্য ঝুঁকি:     সিজার, কাটার, ভোঁমর, হ্যান্ড ট্যাগ গান খোলা থাকলে তা পড়ে হাত-পা বা শরীরের

                            যেকোন অংশ কেটে যেতে পারে।

প্রতিকার:           সিজার, কাটার, ভোঁমর, হ্যান্ড ট্যাগ গান সুতা বা রশি দিয়ে বেঁধে রাখুন।


 

 

ঝুঁকির উৎস:     আয়রন ষ্টিম লাইন

সম্ভাব্য ঝুঁকি:     আয়রন ষ্টিম লাইন এবং ইলেকট্রিক্যাল প্যানেল খোলা বা নষ্ট থাকলে দূর্ঘটনা ঘটতে   

                            পারে। মেশিনের ইলেকট্রিক লাইন ছেড়া জোড়া থাকলে দূর্ঘটনা ঘটতে পারে। আয়রন

                            মেশিন বিদ্যুতায়িত হয়ে বৈদ্যুতিক শক দ্বারা আঘাত প্রাপ্ত হতে পারে।

প্রতিকার:           সচেতন সাবধানতা সহকারে আয়রনের কাজ করতে হবে। পায়ের নীচে রাবার ম্যাট

                            ব্যবহার করতে হবে এবং সকল আয়রন ম্যানদের ট্রিনিং এর মাধ্যমে সচেতনাতা মূলক

                            ব্যবস্থা গ্রহন করতে হবে। আয়রন মেশিন নিয়মিত পর্যাবেক্ষন লিপিবদ্ধ করে

                            রাখতে হবে।

 

 

ঝুঁকির উৎস:     স্পট ক্লিনিং সেকশন

সম্ভাব্য ঝুঁকি:     স্পট লিফটার অন্যান্য ব্যবহত দাহ্য কেমিক্যাল থেকে অগ্নিকান্ডের সম্ভাবনা থাকে।

প্রতিকার:           ক্ষতিকর বা -অনুমোদিত কেমিক্যাল ব্যবহার না করার জন্য সেই সেকশনের           

                            সংশ্লিষ্ট ব্যক্তিদের ট্রেনিং এর মাধ্যমে সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহন করতে হবে।

 

 

ঝুঁকির উৎস:     ইলেকট্রিক্যাল প্যানেল এবং ডিবি বোর্ড

সম্ভাব্য ঝুঁকি:     ইলেকট্রিক্যাল প্যানেল খোলা বা নষ্ট থাকলে যে কোন সময় বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটার   

                            সম্ভাবনা থাকে এবং ডিবি বোর্ড সমস্যা থাকেলে দূর্ঘটনা ঘটতে পারে।

প্রতিকার:            উক্ত সেকশনে কর্মরত সকলের জন্য অগ্নি নিরাপত্তা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

 

 

ঝুঁকির উৎস:     সাধারণ

সম্ভাব্য ঝুঁকি:     চলাচলের পথ বাঁধা মুক্ত না রাখলে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা থাকে।

প্রতিকার:           চলাচলের পথ সর্বদা বাঁধা মুক্ত রাখা।

Post a Comment

0 Comments