7. Point inspection is mandatory for all Closed
Trucks. When any Closed Truck will come to the factory for shipment purpose,
prior stuffing the goods, security guard MUST do the 7-Point inspection for the
closed Truck.
রপ্তানীকৃত পন্য বহন করার উদ্দেশ্যে যে আবদ্ধ ট্রাকটি কারখানায় প্রবেশ করবে, উৎপাদিত পন্য সেই ট্রাকে উঠানোর পূর্বে অবশ্যই গুরুত্বপূর্ণ ৭-টি স্থান যথাযথ ভাবে পর্যবেক্ষন করতে হবে।
Below mentioned areas MUST be check to ensure proper
checking for 7-Point issues of Closed Trucks:-
নিম্নে বর্ণিত ৭টি স্থান অবশ্যই আবদ্ধ ট্রাকের ক্ষেত্রে পর্যবেক্ষন করতে হবে :
1. Overall Physical Condition of Closed Trucks & Under cartage
(সর্ম্পূন ট্রাকটির বাহিরে অবস্থা কিরূপ এবং ট্রাকের নীচের দিকের অবস্থা)
2. Overall Condition of Inside / Outside Doors
(দরজার ভিতরের এবং বাহিরের অবস্থা কিরূপ)
2. Overall Condition of Right Side Wall
(ডানদিকের দেয়ালের অবস্থা কিরূপ)
3. Overall Condition of Left Side Wall
(বা দিকের দেয়ালের অবস্থা কিরূপ)
4. Overall Condition of Front Wall
(সামনের দেয়ালের অবস্থা কিরূপ)
5. Overall Condition of Calling/ Roof
(উপরের দেয়াল / ছাদ এর অবস্থা কিরূপ)
6. Overall Condition of Floor (Inside)
(পাটাতনের অবস্থা কিরূপ)
In addition, for better security, driver seating
area also need to be check.
আরো সাবধানতার জন্য চালক যেখানে বসেন, সে জায়গাটাও পর্যবেক্ষন করা জরুরী।
At
the time of 7-Point inspection, security guard MUST be careful for below issues
and if any abnormalities found, immediately needs to inform factory managment.
৭টি গুরুত্বপূর্ন জায়গা পর্যবেক্ষনকালীন
সময়ে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মী নিম্নে বর্ণিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব প্রদান করবে এবং কোন অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে তৎক্ষণাৎ কারখানার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে।
·
Closed
Truck MUST be place at the Loading-Unloading area.
রপ্তানীকৃত পন্য বহন করার উদ্দেশ্যে আগত ট্রাকটি লোডিং-আনলোডিং
এরিয়াতে দাঁড় করাতে হবে।
·
Closed
Truck MUST be surrounded by the barriers.
আবদ্ধ ট্রাকটি লোডিং আনলোডিং এরিয়াতে বেষ্টনী দিয়ে ঘিরে রাখতে হবে।
·
Security
Guard needs to check the overall physical condition of Closed Truck.
দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী সম্পূর্ন ট্রাকটির বাহ্যিক দিক ভাল ভাবে পর্যবেক্ষন
করবে।
·
Need
to do the proper checking for the lower portion of Closed Truck.
ট্রাকের নীচের অংশ ভাল ভাবে পর্যবেক্ষন করতে হবে।
·
Need
to ensure it that there is no hidden chamber at the lower portion of Closed
Truck.
কোথাও কোন গোপন কুঠুরী আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে।
·
Onerall
condition of doors (Inside & outside) need to check very carefully
দরজার ভিতরের এবং বাহিরের অংশ ভাল ভাবে পর্যবেক্ষন করতে হবে।
·
Need
to ensure secure and retable locking mechanisms are available
তালা ঠিকমত লাগানো যাবে কিনা সে জন্য কব্জা ভালো ভাবে পর্যবেক্ষন
করতে হবে।
· Need to ensure that there is no broken or damage area
দরজায় কোন জায়গায় ভাঙ্গা আছে কিনা সেটা ভাল ভাবে পর্যবেক্ষন করতে হবে।
·
Need
to ensure proper checking for front sidewall, Right side wall and Left sidewall
সামনের দেয়াল, ডানদিকের দেয়াল এবং বা দিকের দেয়াল ভাল ভাবে
পর্যবেক্ষন করতে হবে।
·
Need
to check, whether has there any broken areas or unusual repair are
দেয়ালের কোন অংশ ভাঙ্গা আছে কিনা বা অযথা সন্দেহজনক কোন
মেরামতকরন অংশ আছে কিনা।
·
Need
to check, whether has there any area, which is newly painted
দেয়ালের কোন অংশ নতুন করে রং করা হয়েছে কিনা সেটা পরীক্ষা
করতে হবে।
·
Need
to check, whether has there any unusual thick areas are available in these with
দেয়ালের কোন অংশ অস্বাভাবিক রকম প্রশস্ত কিনা সেটা পরীক্ষা
করতে হবে।
·
Repairs
to the walls on the inside of the truck must be visible on the outside
ভিতরের দিকের যে কোন মেরামত বাহির থেকে দেখা যেতে হবে।
·
Blocks
and vents are visible.
দেয়ালের খাঁজগুলো ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে।
·
Need
to do the proper checking for selling/ roof and floor area.
ছাদের অংশ এবং নীচের পাটাতন ভাল ভাবে পর্যবেক্ষন করতে হবে।
·
Need
to check whether appropriate height is available in between selling and floor.
পাটাতন থেকে ছাদের স্বাভাবিক উচ্চতা আছে কিনা।
·
Repairs
to the selling on the inside of the truck should be visible on the outside.
ছাদের ভিতরের কোন অংশে মেরামত করা হলে সেটা বাহির থেকে দেখা
যেতে হবে।
·
Listen
for hollow sound.
লাঠি দিয়ে আঘাত করে শব্দ শুনতে হবে।
·
Floor
should be flat.
পাটাতনটি সমতল হতে হবে।
·
Need
to check whether has there any unusual repairs are available.
অস্বাভাবিক কোন মেরামত করা হয়েছে কিনা।
·
For
more security, it is better to check the driver seating area.
চালক যেখানে বসে সে জায়গাটিও ভাল ভাবে পরীক্ষা করতে হবে। অতিরিক্ত
সাবধানতার জন্য।
Assigned
Security Guard, need to do the proper checking for the all mentioned areas. If
any abnormalities found, need to inform factory management immediately.
নিরাপত্তা কর্মী উলেখিত পন্থায় আবদ্ধ ট্রাকটি পর্যবেক্ষন করবে এবং খাতায় লিপিবদ্ধ করবে। কোথাও কোন সমস্য পাওয়া গেলে তৎক্ষনাত কারখানা কর্তৃপক্ষকে জানাতে হবে।
0 Comments