ভূমিকম্পের ঝুঁকি নিরুপন ও প্রতিকার
Earthquake risk assessment and remediation
ভূমিকম্পের ঝুঁকি
নিরুপন ও প্রতিকার
ঝুঁকির উৎস:
· আতংক
সম্ভাব্য ঝুঁকি:
· ভূমিকম্পের সময় আতঙ্কিত হলে আপনি জ্ঞান হারাতে পারেন অনেক ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ফলে মারা যেতে পারেন।
প্রতিকার:
· ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে ভবন কম্পন চলাকালে যথাসম্ভব নিরাপদ বস্তু যেমন-ভবনের বীম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।
ঝুঁকির উৎস:
· ভবনের কনক্রিট ও নির্মান সামগ্রী।
সম্ভাব্য ঝুঁকি:
· ভূমিকম্পের সময় ভবনের কনক্রিট ও নির্মান সামগ্রী ভেঙ্গে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন মাথায় আঘাত লাগতে পারে।
প্রতিকার:
· ভূমিকম্পের সময় যত দ্রæত সম্ভব মাথায় হাত দিয়ে শক্ত টেবিলের নিচে বসে পড়ুন।
ঝুঁকির উৎস:
· মেশিনের বৈদ্যুতিক সংযোগ।
সম্ভাব্য ঝুঁকি:
· ভূমিকম্পের সময় বৈদ্যুতিক সংযোগ সচল থাকলে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে গুরুতর আহত এমনকি নিহত হতে পারেন।
প্রতিকার:
· ভূমিকম্পের সময় যত দ্রæত সম্ভব মেশিনের সুইচ বন্ধ করে দিন।
ঝুঁকির উৎস:
· জানালার কাঁচ,আয়না,আলমারি ও ঝুলন্ত বস্তু।
সম্ভাব্য ঝুঁকি:
· ভূমিকম্পের সময় জানালার কাঁচ, আয়না, আলমারি ও ঝুলন্ত বস্তুর পাশে থাকলে এগুলো ভেঙ্গে গুরুতর আহত হতে পারেন।
প্রতিকার:
· ভূমিকম্পের সময় জানালার কাঁচ, আয়না, আলমারি ও ঝুলন্ত বস্তু হতে দুরে থাকুন।
ঝুঁকির উৎস:
· উচুঁ ভবনের দেয়াল ও বৈদ্যুতিক পিলার।
সম্ভাব্য ঝুঁকি:
· ভূমিকম্পের সময় উচুঁ ভবনের দেয়াল ও বৈদ্যুতিক পিলার এর পার্শ্বে থাকলে এগুলো ভেঙ্গে গুরুতর আহত এমনকি নিহত হতে পারেন ।
প্রতিকার:
· ভূমিকম্পের সময় উচুঁ ভবন ও বৈদ্যুতিক পিলার হতে দুরে থাকুন।
কম্পন
বা ঝাঁকুনির সময় আতঙ্কিত না হয়ে হাত
বা বালিশ জাতীয় বস্তু দিয়ে মাথাকে রক্ষা করুন। যত দ্রুত
সম্ভব শক্ত টেবিলের নিচে বসে পড়ুন অথবা নিরাপদ বস্তু যেমন-ভবনের বীম, কলাম ও পিলার ঘেঁষে
আশ্রয় নিন এবং কম্পন বা ঝাঁকুনি থেমে
যাবার পর বাহির হবার
পথ বা সিঁড়ি দিয়ে
বের হয়ে ধীরে ধীরে এ্যাসেম্বলী পয়েন্টে অবস্থান
করুন।
কম্পন বা ঝাঁকুনির সময় আতঙ্কিত না হয়ে হাত বা বালিশ জাতীয় বস্তু দিয়ে মাথাকে রক্ষা করুন। যত দ্রুত সম্ভব শক্ত টেবিলের নিচে বসে পড়ুন অথবা নিরাপদ বস্তু যেমন-ভবনের বীম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন এবং কম্পন বা ঝাঁকুনি থেমে যাবার পর বাহির হবার পথ বা সিঁড়ি দিয়ে বের হয়ে ধীরে ধীরে এ্যাসেম্বলী পয়েন্টে অবস্থান করুন।
0 Comments