Needle Control Policy / সুঁই নিয়ন্ত্রন পলিসি
উদ্দেশ্য:-
তৈরী পোষাকে কোন প্রকার নিডেল (সুঁই) বা অন্য কোন মেটাল জাতীয় দ্রব্য নেই তা নিশ্চিত করা। এই লক্ষ্যে উৎপাদন কার্যে নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে নিন্মলিখিত পদ্ধতি অনুসরন করে উৎপাদনের প্রতিটি স্তরে তা নিশ্চিত করা।
দায়িত্ব ও
কর্তব্য;
ক) পুরাতন ব্যভহৃত অকেজো নিডেল পরিবর্তন বা নতুন নিডেল ইস্যু করার ক্ষেত্রে অবশ্যই রিক্যুইজিসনে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর দেখে নিশ্চিত হয়ে নিডেল দিতে হবে।
খ) নিডেলের সকল হিসাব ঘেষ্টার সেকশন সংরক্ষন করবেন।
গ) নতুন নিডেল দেয়ার পূর্বে মেইনটিন্যান্স ইনচার্জ/ নিডেল ইস্যুম্যান নিশ্চিত করবেন যে তিনি ভাঙ্গা নিডেলের সবটুকু অংশ ফেরত পেয়েছেন এবং রেকর্ড রেজিষ্টারে লিপিবদ্ধ করেছেন। অপারেটর নিডেল/সুঁই ভাঙ্গার সংবাদ দেয়ার সাথে সাথে লআনি সুপারভাইজার এবং লাইনচীফ এই ব্যাপারে তাড়াতাড়ি ব্যবস্থা নিবেন।
নির্দেশিকা:
নতুন
সুঁই বা নিডেলের জন্য:
০১) লাইনের প্রয়োজন অনুসারে নিডেল ক্রয় করার জন্য ষ্টোর সেকশন রিক্যুইজিসন দেয়া এবং নিডেল ফ্যাক্টরীতে আসার পর ষ্টোর সেকশন গণনা করে যথাযথ রেজিষ্টারে লিপিবদ্ধ করেন।
০২) মেইনটিন্যান্স বিভাগ নিডেলের জন্য ষ্টোর সেকশনে রিক্যুইজিসন দেয় এবং ষ্টোর সেকশন রিকুইজিসন অনুযায়ী নিডেল প্রদান করে।
০৩) নতুন / রিপ্লেসমেন্ট নিডেলের প্রয়োজন হলে সুপারভাইজার নিডেল ইস্যুম্যানের নিকট রিক্যুইজিসন জমা দিয়ে নতুন নিডেল সংগ্রহ করবেন।
ভাঙ্গা সুঁই
বা নিডেলের জন্য:
০১) কোন নিডেল (সুঁই) ভেঙ্গে গেলে অপারেটর সাথে সাথে লাইন সুপারভাইজারকে জানাবেন।
০২) লাইন সুপারভাইজার ভাঙ্গা নিডেলের সব টুকরা অবশ্যই সংগ্রহ করে নির্দিষ্ট একটা পাত্র বা কৌটায় করে অপারেটরের নাম, কার্ড নং, লাইন নং এবং ওয়ার্ড নং সহ রিক্যুইজিসন লিখে মেইনটিন্যান্স বিভাগে নিডেল উস্যাম্যানের নিকট জমা দিবেন।
০৩) নিডেল ইস্যুম্যান নির্দিষ্ট রেজিষ্টারে রেকর্ড লিপিবদ্ধ করে নতুন একটি নিডেল দিবেন।
০৪) নিডেল ইস্যুম্যান ভাঙ্গা নিডেলের অংশ গুলো নির্দিষ্ট ফর্ম বা রেজিষ্টারে
গামটেপ দিয়ে সংযুক্ত করে রাখবেন।
০৫) নিডেলের কোন ভাংগা অংশ গার্মেন্টস বডি বা বান্ডিলে খুজে পাওয়া না গেলে বা গার্মেন্টসের সাথে চলে গেলে বা সন্দেহ হলে অপারেটর সাথে সাথে সংশ্লিষ্ট সুপারভাইজার / লাইনচীফকে জানাবেন।
০৬) সুইং সুপারভাইজার সেই গার্মেন্টস বডি বা বান্ডিলটি (সব গার্মেন্টস পার্টস সহ) একটি ফিতা / সুতা / রশি দ্বারা বেঁধে মেটাল ডিটেক্টর মেশিনে দায়িত্ব প্রাপ্ত কোয়ালিটি ইন্সপেক্টর / সুপারভাইজারের নিকট জমা দিতে হবে।
০৭) কোয়ালিটি ইন্সপেক্টর / সুপারভাইজার মেটাল ডিটেক্টর চেক রেজিষ্টারে রেকর্ড লিখে রাখবেন। রেজিষ্টারে রেকর্ড করার পর মেটাল ডিটেক্টর মেশিনে ভাঙ্গা নিডেলের অংশ চেক করবেন এবং রেজিষ্টারে তার রেজাল্ট লিখে রাখবেন।
০৮) মেটাল ডিটেক্টর দ্বারা চেক করার সময় যদি মেশিনে কোন প্রকার এলার্ম দেয় তখন সেই গার্মেন্টস বডি অথবা বান্ডিলটি একটি তালাবদ্ধ বাক্সে রেখে রেজিষ্টারে রেকর্ড রাখতে হবে অথবা এলার্ম যদি না দেয় তখন সেই গার্মেন্টস বডি বা বান্ডিলটি কোয়ালিটি ম্যানেজার দ্বারা নির্দিষ্ট স্থানে পৌছে দিতে হবে।
০৯) তালাবদ্ধ বাক্সে মালের পরিমান বেশি হয়ে গেলে রক্ষিত গার্মেন্টস বডি বা বান্ডিল গুলো কারখানার বাইরে নির্দিষ্ট স্থানে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে, তারপর ছাইগুলি মাটিতে পুঁতে ফেলতে হবে।
১০) উপরে উল্লেখিত নির্দেশিকা বুঝতে অসুবিধা হলে বা সমস্যা হলে সাথে সাথে
কর্তৃপক্ষের সাহায্য নিতে হবে।
উক্ত সুঁই নিয়ন্ত্রন পলিসি কেউ অনুসরন না করলে বা অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেয় হবে।
0 Comments