Fire 10 Steps / অগ্নি নিরাপত্তার ১০টি পদক্ষেপ

 

Fire 10 Steps / অগ্নি নিরাপত্তার ১০টি পদক্ষেপ



. অগ্নি কান্ড যেন না ঘটে সে ব্যবস্থা গ্রহণ:

                * সকল বৈদ্যুতিক সরাঞ্জামের নিরাপদ সংরক্ষণ।

                * সকল কেমিক্যাল জাতীয় যন্ত্র আগুন, তাপ এবং বিদ্যুৎ হতে দূরে রাখুন।

                * অনুমোদিত স্থান ছাড়া ধূমপান নিষিদ্ধ করন।

 

. দ্রুত হুসিয়ারী সংকেতের ব্যবস্থা গ্রহন:

                * অগ্নি ঘন্টা বাজাতে হবে।

 

. বড় কারখানা সমূহে অগ্নি সনাক্তকারী যন্ত্র স্থাপন করুন:

                * স্মোক ডিটেক্টর।

                * হিট ডিটেক্টর।

                * বৈদ্যুতিক এলার্ম।

 

. নিরাপদ বহিগর্মনের জন্য প্রশিক্ষণ:

                 * নিয়মিত ফায়ার ড্রিল।

                * অগ্নি নিরাপত্তা মহরা।

 

. অগ্নি বহিগর্মনের পথ সমূহ পরিস্কার রাখা:

                * ইভাকিউসন প্লান।

                 * ইমার্জেন্সী লাইট।

                * ভাল আইস্ মার্কিং।

 

. পর্যাপ্ত বহির্গমন রুট:

                * কমপক্ষে দুইটি বহির্গমন পথ থাকতে হবে।

                * বড় কারখানা সমূহে আরও অধিক রুট থাকতে হবে।

 

. বহিগর্মনের দরজা কখনও তালাবদ্ধ না থাকা:

                * বাহির হওয়ার সকল দরজা সবসময় খোলা থাকবে।

                 * কারখানা চলাকালীন অবস্থায় কখনও লক করা যাবে না।

 

. সিঁড়ি সমূহ পর্যাপ্ত চওড়া নিরাপদ হওয়া:

                * সিঁড়ি কোন ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারবে না।

                * সিঁড়ি প্রস্থ এমন হবে যাতে কারখানার সকলে নিরাপদে বের হয়ে আসতে পারে।

 

. সঠিক স্থানে সঠিক অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা:

                * পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করতে হবে।

* যে স্থানে যে ধরনের আগুনের সূত্রপাত হতে পারে সেখানে সেই ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করতে হবে।

 

১০. উপরে উল্লেখিত পয়েন্ট সমূহ নিয়মিত পরীক্ষা করুন, অগ্নি নিরাপত্তার সকল নিয়মকানুন সঠিক ভাবে নিশ্চিত করুন এবং অগ্নিকান্ড যাতে না হয় সেই ব্যাপারে সর্বদা সর্তক থাকুন।

Post a Comment

0 Comments