দর্শনার্থীদের প্রবেশ বিধিমালা / ENTRY POLICY FOR ALL VISITORS

 

 

দর্শনার্থীদের প্রবেশ বিধিমালা

 

 

1.     FOR ANY VISITOR OF THIS COMPOUND, AT MAIN GATE, SECURITY GUARD WILL ASK THAT VISITOR, WHERE HE /SHEWANTS TO GO.

. এই কম্পাউন্ডে আগত সকল দর্শনার্থীকে, প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মী জিজ্ঞেস করবেন উনি কোথায় যাবেন?

2.     IF ANY VISITOR WANTS TO VISIT IN THIS FACTORY, IN THAT CASE HE / SHE NEED TO TALK WITH THE SECURITY GUARDS.

আগত দর্শনার্থী যদি এই ফ্যাক্টরীর উদ্দেশ্যে আসেনসেক্ষেত্রে

সংশ্লিষ্ট দর্শনা র্থী কে এর দায়িত্বরত নিরাপত্তা কর্মীর সাথে কথা 

বলতে হবে।

3.  IF VISITOR WANTS TO VISIT, OTHER ORGANIZATION OF THIS COMPOUND IN THAT CASE SECURITY GUARD OF MAIN GATE, WILL SHOW HIM/HER, HOW TO GO TO THAT ORGANIZATION.

. যদি আগত দর্শনার্থী অত্র কম্পাউন্ডের অন্য কোন কোম্পানী পরিদর্শন করার উদ্দেশ্যে আসেন, সে ক্ষেত্রে প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মী সংশ্লিষ্ট দর্শনার্থীকে উক্ত কোম্পানীতে কিভাবে যেতে হবে সে সম্বন্ধে ধারনা প্রদান করবেন।

4.  IF ANY VISITOR COME IN THIS FACTORY WITH VEHICLE IN

THAT CASE, HE/SHE NEEDS TO ALLOW SECURITY GUARDS TO DO

THE FOLLOWING CHEKING FOR THAT VEHICLE :

* SECURITY GUARD WILL DO THE MIRROR CHECKING FOR

THE LOWER PORTION OF VEHICLE.

* SECURITY GUARD WILL CHECK GOODS CARRIER AREA OF 

THE VEHICLE.

. এই ফ্যাক্টরীর উদ্দেশ্যে আগত কোন দর্শনার্থী যদি গাড়ী 

নিয়ে আসেনসেক্ষেত্রে দায়িত্বরত নিরাপত্তা কর্মী নিম্নে বর্ণিত 

নির্দেশাবলী পালন করবে:-

·        আয়না যুক্ত নিরীক্ষন যন্ত্রের মাধ্যমে নিরাপত্তা কর্মী 

সংশ্লিষ্ট গাড়ীটির তলাদেশ ভালোভাবে পরীক্ষা করবে।

·        গাড়ীর পেছনের যে অংশে মালামাল বহন করা হয় সে 

অংশটি খুলে নিরাপত্তা কর্মীকে দেখাতে হবে।

5. ALL VISITORS OF THIS FACTORY MUST SHARE BELOW                             INFORMATIONS WITH THE SECURITY GUARDS:-

* NAME

* COMPANY NAME

* CELL NUMBER / TELEPHONE NUMBER

* WHOM TO MEET

* PURPOSE OF THE Visit

* NEED TO SHARE THE BUSINESS CARD

* (IF AVAILABLE) WITH SECURITY GUARD

. এই ফ্যাক্টরীর উদ্দেশ্যে আগত সকল দর্শনার্থীকে নিম্নে বর্ণিত                             বিষয়গুলো দায়িত্বরত নিরাপত্তা কর্মীর নিকট প্রদান করতে হবে :-

·        নাম

·        কোন কোম্পানী থেকে এসেছেন

·        মোবাইল নাম্বার/অফিসের টেলিফোন নাম্বার

·        কার সাথে দেখা করবেন

·        দেখা করার উদ্দেশ্য

·        ভিজিটিং কার্ড (যদি থাকে) নিরাপত্তা কর্মীকে দিতে হবে

6. IF VISITOR IS CARRYING ANY LUGGAGE/BAG, PRIOR TAKING 

PERMISSION FROM THAT VISITOR, SECURITY GUARD WILL 

CHECK THAT LUGGAGE/BAG.

. দর্শনার্থীর সাথে যদি কোন ব্যাগ বা অন্য কিছু থাকে

তাহলে দর্শনার্থী থেকে যথাযথ অনুমতি নিয়ে, নিরাপত্তা কর্মী সেই 

ব্যাগটি পরীক্ষা করবে।

7. ALL THE VISITORS COME IN THIS FACTORY BY THE 

METAL DETECTOR.

. এই ফ্যাক্টরীর উদ্দেশ্যে আগত সকল দর্শনার্থীকে মেটাল 

ডিটেক্টর দ্বারা চেক করা হবে

8. AT ENTRY TIME, SECURITY GUARD WILL GIVE ONE "VISITOR CARD". ALL THE VISITORS NEEDS TO DISPLAY THIS CARD UNTIL HIM/HER PRESENT IN THIS FACTORY.

. কারখানায় প্রবেশ করার সময়, দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মী সংশিষ্ট দর্শনার্থীকে একটিপরিদর্শক ব্যাজ প্রদান করবেন। সকল দর্শনার্থীকে কারখানায় থাকাকালীন অবস্থায় এইপরিদর্শক ব্যাজটি প্রদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

9. AFTER COMPLETION OF ALL ABOVE MENTIONED 

PROCEDURES, VISITORS WILL BELLOW TO ENTER IN THE 

FACTORY PREMISES.

. উলে­খিত সকল পদ্ধতি সম্পাদিত হবার পর আগত 

দর্শনার্থী এই ফ্যাক্টরীতে প্রবেশ করতে পারবেন।

 

MANAGEMENT OF THIS FACTORY IS GRATEFUL TO THE ALL VISITORS FOR HELPING TO ENSURE PROPER SAFETY OF THIS ORGANIZATION.

কারখানার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সবার সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সকল দর্শনার্থীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

Post a Comment

0 Comments