কর্মক্ষেত্রে ঝুঁকি নিরূপন ও তার প্রতিকার / এক্সেসোরিজ স্টোর
ঝুঁকির উৎস:
এক্সেসোরিজ কার্টুন
সম্ভাব্য ঝুঁকি:
এক্সেসোরিজ কার্টুন র্যাক থেকে নামাবার সময় উপর থেকে পড়ে আঘাত প্রাপ্ত হওয়া।
প্রতিকার:
১. প্রয়োজনীয় ক্ষেত্রে র্যাক থেকে এক্সেসোরিজ কার্টুন উঠানো/নামানোর জন্য মই এর ব্যবহার করা।
২. এক্সেসোরিজ স্টোরের সকল কর্মীদের কার্টুন সঠিকভাবে উঠানো ও নামানোর জন্য প্রশিক্ষণের আওতায় আনা।
ঝুঁকির উৎস:
ভারী মালামাল
সম্ভাব্য ঝুঁকি:
ক্রমাগত ভারী মালামাল উঠাতে/নামাতে কর্মীদের পিঠে, ঘাড়ে বা কোমরে ব্যাথা হতে পারে।
প্রতিকার:
১. এককভাবে ভারী মালামাল উঠানো নামানোর কাজ না করা।
২. প্রয়োজনে একের অধিক কর্মীর সাহায্যে নিযে ভারী মালামাল উঠানো নামানোর কাজ করা।
৩.ভার উত্তোলনের জন্য আর্গোনমিকস নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে কাজ করা।
* প্রথমে হাটু ভাজ করে পায়ের উপর ভর করে মেরুদন্ড সোজা করে বসুন।
* এরপর আপনি যে বস্তুটি তুলতে চান সেটি দুহাতে ভালকরে ধরুন।
* এবার দুপায়ে ভর দিয়ে উঠুন।
* উঠা ও নামার সময় মেরুদন্ড সমন্ধে সচেতন থাকুন।
ঝুঁকির উৎস:
দাহ্য বস্তু
সম্ভাব্য ঝুঁকি:
দাহ্য বস্তুতে আগুন লেগে গেলে এক্সেসোরিজ স্টোরে কর্মরত কর্মীরা আটকে যেতে পারে।
প্রতিকার:
১.অগ্নিকান্ড ঘটাতে সাহায্যকারী বস্তু যেমনঃ দিয়াশলাই,গ্যাস লাইট ও অন্যান্য যেকোন দাহ্য বস্তু কারখানায় আনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা।
২. সকল বহিঃগমন রাস্তা /আইলস্ মার্ক বাঁধা মুক্ত রাখা।
ঝুঁকির উৎস:
অল্প আলো
সম্ভাব্য ঝুঁকি:
অল্প আলোতে মালামাল উঠাতে বা নামাতে যে কোন দূর্ঘটনা ঘটতে পারে।
প্রতিকার:
১. এক্সেসোরিজ স্টোরে পরিমিত আলোর ব্যবস্থা করা।
২. প্রয়োজনে চার্জার লাইট ব্যবহার করা।
ঝুঁকির উৎস:
ডিবি/এম ডিবি বোর্ড
সম্ভাব্য ঝুঁকি:
বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের ঝুঁকি।
প্রতিকার:
১. এক্সেসোরিজ স্টোরে কোন ডিবি/এম ডিবি বোর্ড স্থাপন নিষিদ্ধ।
২. বাহির হতে আলোর ব্যবস্থা করা।
ঝুঁকির উৎস:
চলাচলের রাস্তা
সম্ভাব্য ঝুঁকি:
চলাচলের পথ বাঁধা মুক্ত না রাখলে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা থাকে।
প্রতিকার:
চলাচলের রাস্তা সর্বদা বাঁধা মুক্ত রাখুন।
0 Comments