অগ্নি নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সুবিধার জন্য জরুরী ব্যবস্থাসমূহ
অগ্নি নিরাপত্তা
অগ্নি নিরাপত্তা কি?
·
অগ্নিকান্ড প্রতিরোধ গ্রহীত ব্যবস্থা সমূহই হচ্ছে অগ্নি নিরাপত্তা।
অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কেন প্রয়োজন?
·
কারখানায় কর্মরত সকলকে ঝুঁকিমুক্ত রাখা।
·
কারখানার সম্পদ রক্ষা করা।
অগ্নিকান্ডের কারণ
·
বৈদ্যুতিক সর্ট সার্কিট।
·
রাসায়নিক দাহ্য পদার্থের অসতর্ক ব্যবহার (থিনার)।
·
ইস্ত্রির অসাবধান ব্যবহার ও সংরক্ষণ।
·
উন্মুক্ত আগুন (চুলা)
·
ফেলে দেয়া জ¦লন্ত সিগারেট।
·
মেশিন অত্যাধিক তাপ উৎপাদন, ইত্যাদি
অগ্নিকান্ডের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা
·
প্রত্যেক তলা থেকে বের হওয়ার দুই সিঁড়ির ব্যবস্থা থাকতে হবে।
·
পর্যাপ্ত অগ্নি-সিনর্বাপক সরঞ্জামের ব্যবস্থা রাখতে হবে।
·
কাজ চলাকালীন সময়ে প্রত্যেক কক্ থেকে বহির্গমনের পথ খোলা থাকতে হবে।
·
প্রতিটি বহির্গমন পথ বাধামুক্ত রাখতে হবে।
·
বহির্গমন পথ ও সিঁড়িতে জরুরূ বাতির ব্যবস্থা রাখতে হবে।
·
কার্য্যকর ফায়ার বেলের ব্যবস্থা থাকতে হবে।
·
শ্রমিকদের জরুরী বহির্গমন সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে।
·
প্রতি বছর অন্তত: একবার অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করতে হবে (৫০ বা তার অধিক শ্রমিক নিযুক্ত আছে)।
শ্রমিকের দায়িত্ব
·
অগ্নিকান্ড ঘটতে পারে এমন কাজ থেকে বিরত থাকা।
·
অগ্নিকান্ডের সম্ভাবসা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করা
·
ফায়ার বেল বাজার সাথে সাথে কর্মস্থল ত্যাগ করা।
·
প্রশিক্ষণপ্রাপ্ত দল আগুন নিভানোর কাজে অংশগ্রহল করবেন।
প্রাথমিক চিকিৎসা
প্রাথমিক চিকিৎসা কি?
·
হঠাৎ করে কেউ অসুস্থ বা দূর্ঘটনার শিকার হলে তাৎক্ষনিকভাবে জরুরী ভিত্তিতে যে চিকিৎসা ব্যবস্থা দেয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা।
প্রাথমিক চিকিৎসা কেন প্রয়োজন?
·
রোগীকে অসুস্থতা থেকে সামঢিক উপসমের ব্যবস্থা করা।
·
রোগীর শারীরিক অবস্থার অবনতি রোধ করা।
·
সর্বোপরি রোগীর জীবন বাঁচাতে সাহায্য করা।
প্রাথমিক চিকিৎসার ধাপসমূহ
·
রোগী/দূর্ঘটনা কবলিত ব্যক্তির আত্মবিশ^াস বাড়ানোর চেষ্টা করা।
·
সঠিক উপায়ে অসুস্থ ব্যক্তির কষ্ট/অসুস্থতা নিবারণের ব্যবস্থা করা।
·
আক্রান্ত ব্যক্তির অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা থাকলে হাসপাতাল বা ক্লিনিকে স্থান্তর করা।
শ্রম আইনে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা
·
প্রতি ১৫০ জন শ্রমিকের জন্য নির্দিষ্ট সরঞ্জামাদিসহ কমপক্ষে একটি প্রাথমিক চিকিৎসা বক্স বা আলমিরার ব্যবস্থা থাকবে।
·
প্রতিটি বক্স বা আলমিরা একজন প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তির দায়িত্বে থাকবে।
·
দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি সকল কর্ম সময়ে কারখানায় উপস্থিত থাকবেন।
·
দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির নাম সহ নোটিশ কাজের স্থানে টাঙ্গিয়ে রাখতে হবে।
·
সহযে সনাক্ত করার জন্য প্রত্যেক দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ব্যাজ পরবেন।
স্বাস্থ্য সুবিধা
স্বাস্থ্য সুবিধা কি?
·
স্বাস্থ্য সুবিধা বলতে এমন সুবিধাকে বোঝায় যেখানে চিকিৎসক ও নার্সের সমন্বয়ে ঔষধ ও অন্যনান্য সরঞ্জামের মাধ্যমে চিকিৎসা বা স্বাস্থ্য সেবা প্রদান করা হয়ে থকে।
স্বাস্থ্য সুবিধা কেন প্রয়োজন?
·
কর্মরত অবস্থায় আকস্মিক দূর্ঘটনা বা অসুস্থতার কারণে জরুরী প্রয়োজনে শ্রমিকের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা।
শ্রম আইনে স্বাস্থ সুবিধা
·
একটি রোগীকক্ষ থাকতে হবে যেখানে ৩০০ বার তার অধিক শ্রমিক কাজ করনে।
·
রোগীকক্ষটি নির্ধারিত মাপ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্বারা সজ্জিত থাকবে।
·
রোগীকক্ষে সিপেনসারী সুবিধা থাকতে হবে।
·
রোকক্ষটি চিকিৎসক ও নাসিং স্টায়ের দাঢিত্বে থাকবে।
·
কোন শ্রমিক কারখানায় দূর্ঘটনার ফলে গুরতর অসুস্থ হলে মালক রেজিষ্টার্ড চিকিৎসকের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করবেন এবং চিকিৎসা সংক্রান্ত খরচ বহন করবেন।
·
কিনো রেজিষ্টার্ড চিকিৎসকের সেবা সনোতষজনক না হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া যেতে পারে। এক্ষেত্রে চিকিৎসার খরচ মালিক বা বিশেষ ক্ষেত্রে শ্রমিক বহন করবেন।
0 Comments